কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ অনলাইন বইপড়া কর্মসূচি
আসন্ন ইভেন্ট

কৃষি বাতিঘর

কৃষি একটি বিবর্তন মূলক পেশা, আদিম যুগ থেকে বর্তমান পর্যন্ত কৃষি উৎকর্ষ সাধনে নানা প্রযুক্তির বিন্যাস সংযোজিত হয়েছে। কৃষি বাতিঘর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের একটি আলোক বর্তিতা রূপে উদ্ভাবনী প্রক্রিয়ার সাথে সংযুক্ত হয়েছে যা অফলাইন এবং অনলাইন দুই ভাবে জ্ঞান পিপাসু মানুষ তথা কৃষি সংশ্লিষ্ঠ সকল স্তরের উপকার ভোগীদের কৃষি প্রযুক্তি ও কলা কৌশল সম্পর্কিত তাত্বিক জ্ঞান প্রসারে বিশেষ ভূমিকা রাখবে।

মুজিব শতবর্ষে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী, বাংলার কৃষক শ্রমিক দিনমজুর মানুষের অধিকার আদায়ে যে অপরিসীম নেতৃত্ব স্থাপনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন সেসব ইতিহাস জানানোর জন্য কৃষি বাতিঘরে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” নামে একটি কর্ণার স্থাপিত হয়েছে যা বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিয়েছে।

কৃষি বাতিঘরের সংগ্রহে কৃষি, বাংলাদেশের ভূ-প্রকৃতি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, আইন ও বিধি বিধান সহ কালজয়ী উপন্যাস সংগৃহিত আছে। এখানে উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য কৃষির উপর দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা পত্র সংরক্ষন করা হয়েছে যা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তাদের গবেষণার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। উচ্চশিক্ষা এবং আগামীর কৃষির জন্য কৃষি বাতিঘর একটি আলোক শিখা হিসেবে কাজ করবে এটাই প্রত্যাশা -উদ্ভাবক