কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে ২৯ ডিসেম্বর ২০২০ হতে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
মো. আসাদুল্লাহ জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সমভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ৭ম বি.সি.এস (কৃষি) হিসেবে ক্যাডারভুক্ত হন। বি.সি.এস (কৃষি) হিসেবে ক্যাডারভুক্ত হয়ে বগুরা জেলার গাবতলী উপজেলায় এসএমও হিসেবে কর্মজীবন শুরু করেন। এর পরে পর্যায়ক্রমে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় এস.এম.ও হিসেবে, পরে একই জেলার নকলা উপজেলা কৃষি অফিসার হিসেবে প্রায় ৬ বছর কর্মরত ছিলেন। তারপর পি.পি.এস হিসেবে ময়মনসিংহ জেলায়, এরপরে নেত্রকোনা ও সিলেট জেলায়। অতঃপর জেলা প্রশিক্ষণ অফিসার হিসেবে গাজীপুর জেলায়, উপপরিচালক হিসেবে কুমিল্লা জেলায়, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক হিসেবে, পরে খামারবাড়ি ঢাকায় কৃষি তথ্য সার্ভিসের পরিচালক হিসেবে, তারপর খামারবাড়ি ঢাকায় পরিকল্পনা উইং এর অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।